নেপালে চতুর্থস্থানে জামাল

আন্তর্জাতিক

নেপালে কর্নেল উজির সিং থাপা মেমোরিয়াল ‘মেয়র কাপ’ আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে
বাংলাদেশের মো. জামাল উদ্দিন ৩.৫ পয়েন্ট সংগ্রহ করে ৯ জনের সাথে চতুর্থস্থানে রয়েছেন।

স্থানীয় হোটেল বুটওয়াল ক্রাউন প্লাজায় আজ ৭ এপ্রিল জামাল তৃতীয় রাউন্ডে ভারতের হার্ষা হিমাংশুর কাছে পরাজিত হয়েছেন। চতুর্থ রাউন্ডে স্বাগতিক নেপালের আবিন পান্ডেকে হারান। তবে পঞ্চম রাউন্ডে তিনি ভারতের দিব্যাংশু কুমার সিংয়ের সাথে ড্র করেন।

৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে এ প্রতিযোগিতা শেষ হবে ৯ এপ্রিল। বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য রয়েছে ১০ লাখ ১ হাজার নেপালী রুপি অর্থ পুরস্কার।

উল্লেখ্য এ প্রতিযোগিতায় বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও স্বাগতিক নেপাল অংশ নিচ্ছে। ১৫৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।