‘ঈদের দিন শুভাকাঙ্খীদের অপেক্ষায় থাকব’

জাতীয়

ছোট্টবেলা থেকে ঢাকায় ঈদ করে আসছি। দেশের বাড়ি দিনাজপুরে কখনও যাওয়া হয় না। ফলে বরাবরের মতো মোহাম্মদপুর মসজিদেই ঈদের নামাজ পড়ব। এরপর শুভাকাঙ্খীদের জন্য অপেক্ষায় থাকব। কিছু দাবাড়ু বাসায় আসবেন। তারা এলে তখন ঈদ আর ঈদ থাকে না। দাবা ঘড়ি, বোর্ড, ঘুঁটি নিয়ে খেলতে বসে যাই। এভাবেই প্রতিটি ঈদ কেটে যাচ্ছে। ঈদ প্রসঙ্গে এ ভাবেই বর্ণনা দিলেন দেশের অন্যতম জনপ্রিয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

জিয়া বলেন, আমার সহধর্মিণী তাসমিন সুলতানা লাবণ্য ঈদের দিন আতিথেয়তা করতে ভালবাসেন। ও’ নিজেও একজন আন্তর্জাতিক রেটেড দাবাড়ু। আমার ছেলে তাহসিন তাজওয়ার জিয়া ফিদেমাস্টার। আমার বাবা পয়গাম উদ্দিন আহমেদ ছিলেন সাবেক জাতীয় দাবাড়ু। বলতে পারেন আমরা একটা দাবা পরিবার।

আন্তর্জাতিক আঙিনায় একাধিকবার শিরোপাজয়ী ও জাতীয় দাবায় সর্বাধিক ১৪ বারের চ্যাম্পিয়ন জিয়া বলেন, আমি গরুর গোস্তের সঙ্গে পোলাও ভীষণ পছন্দ করি। খিচূড়িও ভাল লাগে। উল্লেখ্য ১৯৮৭ সাল থেকে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে আসছেন জিয়া।