থাইল্যান্ডে শাকিল-সুমন-নীড়ের জয় দিয়ে শুরু

আন্তর্জাতিক

আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ও ফিদেমাস্টার মনন রেজা নীড় জয় দিয়ে শুরু করেছেন ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্ট। এদিকে জয় না পেলেও ড্রয়ের মুখ দেখেছেন ফিদেমাস্টার নাইম হক। অপরদিকে তাশরিক সাইহান শান হেরে গেছেন।

ব্যাংককের স্থানীয় শেরাটন হুয়া হিন রিসোর্ট অ্যান্ড স্পা’য় আজ ১৩ এপ্রিল থেকে এ টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনীদিনে আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল দক্ষিণ কোরিয়ার নারী ফিদেমাস্টার পার্ক সানউউকে, ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন দক্ষিণ কোরিয়ার বী সানগুকে, ফিদেমাস্টার মনন রেজা নীড় সিঙ্গাপুরের ক্যান্ডিডেটমাস্টার নিসবান সাইরাসকে পরাজিত করেন। তবে ফিদেমাস্টার নাইম হক ভারতের চিন্ময় কৌশিকের সাথে ড্র করেন। কিন্তু তাশরিক সাইহান শান ভারতের ফিদেমাস্টার হর্ষ সুরেশের কাছে পরাজিত হন।

উল্লেখ্য ১৩-২১ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে ৩৬টি দেশের ২২৭ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।