
নীড়ের কাছে হারলো চীনের আন্তর্জাতিকমাস্টার
বাংলাদেশ নৌবাহিনী ও নারায়ণগঞ্জের ফিদেমাস্টার মনন রেজা নীড় ২১তম ব্যাংকক চেস ক্লাব ওপেন টুর্নামেন্টে ৭ ম্যাচে ৫.৫ পয়েন্ট পেয়ে ১৫ জনের সাথে চতুর্থ স্থানে রয়েছেন। আজ ১৯ এপ্রিল শুক্রবার থাইল্যান্ডে সপ্তম রাউন্ডে নীড় চীনের আন্তর্জাতিকমাস্টার নি সিংইয়াং পরাজিত করেন।
এদিকে বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার নাইম হক ও ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ৪ পয়েন্ট এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান ৩ পয়েন্ট সংগ্রহ করেছেন।
এই রাউন্ডে সুমন ভারতের পর্না শ্রী এম কে পরাজিত করেন। তবে শাকিল ফিলিপাইনের কানতেলা অসকার জোসেফ সাথে, নাইম ভারতের বিভোর আদাখ সাথে ও শান নিউজিল্যান্ডের ওয়াং জাস্টিন জেড এর সাথে ড্র করেন।