বেগম লায়লা আলম নারী দাবা শুরু

জাতীয়

বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতা আজ ৫ মে রোববার থেকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়েছে। বিজয়ীদের জন্য রয়েছে নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার। ৯ রাউন্ড সুইস লিগ পদ্ধতির এ আসর উদ্বোধন করেন ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মিসেস আঞ্জুমান আরা আকসির।

৪২তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপের এই বাছাইপর্বে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, পাঁচ নারী ফিদেমাস্টার যথাক্রমে জান্নাতুল ফেরদৌস, ওয়াদিফা আহমেদ, তনিমা পারভীন, নাজরানা খান ও জাকিয়া সুলতানা এবং ছয় নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, ইশরাত জাহান দিবা, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, আহমেদ ওয়ালিজা, কাজী জারিন তাসনিম ও নুশরাত জাহান আলোসহ মোট ৭৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন।

উল্লেখ্য এই প্রতিযোগিতার শীর্ষ ৯ জন খেলোয়াড় আসন্ন ৪২তম জাতীয় নারী দাবা চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ পাবেন।