অহনার চমকে চমকিত রানী হামিদ

জাতীয়

বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড শেষে ১৫ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। তারা হলেন চার নারী ফিদেমাস্টার যথাক্রমে ওয়াদিফা আহমেদ, তনিমা পারভীন, নাজরানা খান ও জাকিয়া সুলতানা, ছয় নারী ক্যান্ডিডেটমাস্টার যথাক্রমে ওয়ারসিয়া খুশবু, ইশরাত জাহান দিবা, ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, আহমেদ ওয়ালিজা, কাজী জারিন তাসনিম ও নুশরাত জাহান আলো এবং নুশরাত জাহান লিজা, তাসনিয়া তারান্নুম অর্পা, দিলার জাহান নূপুর, হামিদা খান ও নীলাভা চৌধুরী।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ৬ মে দ্বিতীয় রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ আফরিন জাহান মুনিয়াকে, নারী ফিদেমাস্টার তনিমা পারভীন কিশোয়ারা সাজরীন ইভানাকে, নারী ফিদেমাস্টার নাজরানা খান রাইবা সোবহান অধরাকে, নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা ওয়ারিসা হায়দারকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু জিন্নাত আক্তার শাহনাজকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা জান্নাতুল প্রীতিকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ঠাকুর জানিয়া হককে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা মুশফকা জান্নাত সাওরিকে, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম খন্দকার আনিকা মাওলাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো জেসমিন আক্তারকে, নুশরাত জাহান লিজা আরিশা হোসেন তুবাকে, তাসনিয়া তারান্নুম অর্পা ইশরাত জাহান নিশিকে, দিলার জাহান নূপুর নাজমিন আক্তারকে, হামিদা খান জোবাইদা জাহান শান্তাকে ও নীলাভা চৌধুরী নিশাত জাহানকে পরাজিত করেন।

তবে তাশফিয়া তাহসিন প্রিমা নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌসের সাথে ও অহনা দে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদের সাথে ড্র করেন।

আগামীকাল ৭ মে মঙ্গলবার বিকেল সাড়ে তিনটা থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।