
এককভাবে শীর্ষে উঠে এলেন দিবা
নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার পঞ্চম রাউন্ড শেষে একটানা পাঁচ জয় নিয়ে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছেন।
এদিকে সাড়ে চার পয়েন্ট নিয়ে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ দ্বিতীয়স্থানে অবস্থান করছেন।
অপরদিকে চার পয়েন্ট সংগ্রহ করে ৭ জন তৃতীয়স্থানে রয়েছেন। তারা হলেন নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা, তাসনিয়া তারান্নুম অর্পা ও নুশরাত জাহান লিজা।
বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ৯ মে বৃহস্পতিবার পঞ্চম রাউন্ডে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমকে, নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নুশরাত জাহান লিজাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশব নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলোকে, নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা নীলাভা চৌধুরীকে, নারী ফিদেমাস্টার সুলতানা জাকিয়া জিন্নাত আক্তার শাহনাজকে, তাসনিয়া তারান্নুম অর্পা ওয়ারিসা হায়দারকে, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস জান্নাতুল প্রীতিকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা ফারিয়া জাহান সোহানিকে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ইশরাত জাহান নিশিকে, তাসফিয়া কাহসিন প্রিমা জোবায়দা জাহান শান্তাকে, কিশোয়ারা সাজরীন ইভানা অহনা দে-কে এবং খন্দকার অনিকা মাওলা ঠাকুর জানিয়া হককে পরাজিত করেন।
আগামীকাল ১০ মে শুক্রবার বিকেল সাড়ে তিনটা থেকে একই স্থানে ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হবে।