দৃষ্টি প্রতিবন্ধী দাবায় এজাজ অপরাজিত চ্যাম্পিয়ন

জাতীয়

ইস্পাহানী ফিদে রেটিং দাবা প্রতিযোগিতায় দৃষ্টি প্রতিবন্ধী বিভাগে সৈয়দ এজাজ হোসেন ৫ ম্যাচে একটানা জয় পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে কক্সবাজারের মো. সুরত আলম রানারআপ ও গোপালগঞ্জের বাপ্পী সরকার তৃতীয়স্থান লাভ করেন। অপরদিকে ৩ পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে ঢাকার আবিদ হোসেন চতুর্থ ও চট্টগ্রামের আব্দুল মনসুর জাবেদ পঞ্চম হয়েছেন।

তবে শ্রবন প্রতিবন্ধী বিভাগে কুষ্টিয়ার মো. আলী নেওয়াজ সরকার ৬ ম্যাচে ৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। এদিকে ৪ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতিতে মোল্লা রাশেদুল নবী সৈকত রানারআপ ও ওবায়দুল ইসলাম শাহীন তৃতীয় হয়েছেন। অপরদিকে ৩.৫ পয়েন্ট নিয়ে মোহাম্দ আমিনুল ইসলাম চতুর্থ ও ৩ পয়েন্ট নিয়ে আব্দুল্লাহ আল সারহান সৈকত পঞ্চমস্থান লাভ করেন।

এছাড়া শারীরিক প্রতিবন্ধী বিভাগে ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে মো. আক্তার হোসেন চ্যাম্পিয়ন হয়েছেন। একই পয়েন্ট নিয়ে টাইব্রেকিং পদ্ধতিতে মো. খোরশেদ আলম রানারআপ হয়েছেন। তবে ৪ পয়েন্ট নিয়ে যশোরের পল্লব কুমার সাহা তৃতীয়, ৩ পয়েন্ট পেয়ে খুলনার আশিকুর রহমান তুর্য চতুর্থ ও মোহামামদ শামীম হোসেন পঞ্চমস্থান লাভ করেন।

প্রতিযোগিতায় বিশেষ পুরস্কার পেয়েছেন নারী খেলোয়াড় রুবি আক্তার ও সেরা উদীয়মান খেলোয়াড় মো. আবিদুর রহমান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে প্রতিযোগিতা শেষে ২০ এপ্রিল ফিদে ৩.২ জোনের সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীমের সভাপত্বিতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব ইন্তেখাবুল হামিদ অপু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন ইস্পাহানী লিমিটেডের ব্যবস্থাপক এসএম তাওফিকুল ইসলাম, বাংলাদেশ দাবা ফেডারেশনে যুগ্মসম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান প্রমুখ।

উল্লেখ্য দুইদিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলার মোট ৩১ জন শারীরিক, দৃষ্টি ও শ্রবন প্রতিবন্ধী দাবা খেলোয়াড়রা সুইস লিগ পদ্ধতিতে অংশগ্রহণ করেন। এর মধ্যে ১২ জন রেটেড খেলোয়াড় ছিলেন। প্রতিযোগিতার বিজয়ীদের নগদ অর্থ, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।