শিরোপা জয়ের উত্তাপ পাচ্ছে ওয়াদিফা

আন্তর্জাতিক

বেগম লায়লা আলম ফিদে রেটিং নারী দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ড শেষে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ৭ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন।

তবে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয়স্থানে রয়েছেন নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজা ও নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো।

এদিকে ৬ পয়েন্ট নিয়ে নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা ও তাসনিয়া তারান্নুম অর্পা তৃতীয়স্থানে অবস্থান করছেন।

অপরদিকে ৫.৫ পয়েন্ট নিয়ে ৮ জন চতুর্থস্থানে রয়েছেন। তারা হলেন নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা, নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানা, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস, নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিম, নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবু, নীলাভা চৌধুরী ও তাবাসসুম সাদিয়া শাহজাহান।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে ১২ মে অষ্টম রাউন্ডে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ নারী ক্যান্ডিডেটমাস্টার আহমেদ ওয়ালিজার সাথে ও নারী ফিদেমাস্টার নাজরানা খান ইভা নারী ক্যান্ডিডেটমাস্টার কাজী জারিন তাসনিমের সাথে ড্র করেন। তবে নারী ক্যান্ডিডেটমাস্টার নুশরাত জাহান আলো নারী ফিদেমাস্টার জাকিয়া সুলতানাকে, নারী ক্যান্ডিডেটমাস্টার ইশরাত জাহান দিবা নারী ক্যান্ডিডেটমাস্টার ওয়ারসিয়া খুশবুকে, তাসনিয়া তারান্নুম অর্পা খন্দকার অনিকা মাওলাকে, নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস জারিন তাসনিমকে, নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ সুরাইয়া আক্তারকে, নীলাভা চৌধুরী কিশোয়ারা সাজরীন ইভানাকে ও তাবাসসুম সাদিয়া শাহজাহান তাসফিয়া তাহসিন প্রিমাকে পরাজিত করেন। নারী ফিদেমাস্টার তনিমা পারভীন মুশফিকা জান্নাত সাওরির সাথে ড্র করেন।

আগামীকাল ১৩ মে সোমবার দুপুর ২টায় একইস্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলার সভাকক্ষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।