নীড় শীর্ষে : পেছনে ফাহাদ
৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতার ১০ রাউন্ড শেষে ফিদেমাস্টার মনন রেজা নীড় ৮ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষস্থান অক্ষুন্ন রেখেছেন। একই সঙ্গে তার আন্তর্জাতিকমাস্টারের নর্মটি ১০ খেলায় উন্নীত হয়েছে।
এদিকে ৭.৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দ্বিতীয়স্থানে রয়েছেন।
অপরদিকে ৭ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান তৃতীয়স্থানে অবস্থান করছেন।
তবে ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ আনসারের গতবারের চ্যাম্পিয়ন গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব চতুর্থস্থানে ও বাংলাদেশ আনসারের গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে রয়েছেন।
আজ ৩ জুলাই বুধবার দশম রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় বরিশালের ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জীকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বাংলাদেশ বিমানের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিলকে, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান রাজবাড়ী জেলার অমিত বিক্রম রায়কে ও বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন বাংলদেশ বিমানের ফিদেমাস্টার নাইম হককে পরাজিত করেন।
তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব পল্লী সঞ্চয় ব্যাংকের অনত চৌধুরীর সাথে, গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ বাংলাদেশ আনসারের ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে ড্র করেন।
দশম রাউন্ড শেষে পয়েন্ট তালিকা : ৮ পয়েন্ট -ফিদেমাস্টার মনন রেজা নীড়, ৭.৫ পয়েন্ট -আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ৭ পয়েন্ট -গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, ৬.৫ -গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, ৬ পয়েন্ট -গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, ৫ পয়েন্ট -আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ৪.৫ পয়েন্ট -ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও অনত চৌধুরী, ৪ পয়েন্ট -আন্তর্জাতিকমাস্টার মো. মিনহাজ উদ্দিন, ৩.৫ পয়েন্ট -ফিদেমাস্টার নাইম হক, ৩ পয়েন্ট -ফিদেমাস্টার দেবরাজ চ্যাটার্জী, ১ পয়েন্ট -অমিত বিক্রম রায়।
আগামীকাল ৪ জুলাই বৃহস্পতিবার বিকেল ৩টায় একাদশ রাউন্ডের শুরু হবে।