গ্র্যান্ডমাস্টার জিয়ার দাফন সম্পন্ন

জাতীয়

গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের প্রথম জানাজার নামাজ আজ সকাল সাড়ে এগারটায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলায় অনুষ্ঠিত হয়। জানাজায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু, বাংলাদেশ দাবা ফেডারেশনের দুই সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন ও কেএম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শামীমুল হক, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকির মন্টু, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক মো. জিয়াউল হাসান, বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমাদুল হাসান রানা, বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. তৈয়বুর রহমান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক দেওয়ান মাতুলুবুর রহমান,বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. হারুন, গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব, তিন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আবু সুফিয়ান শাকিল ও মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক দাবা বিচারক মো. হারুন অর রশিদ, অ্যাসোসিয়েশন অব চেস প্লেয়ার্স সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক মো. শওকত বিন ওসমান শাওন, খেলোয়াড়বৃন্দসহ ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নেন।

জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলায় প্রথম জানাজার নামাজ শেষে বিভিন্ সংগঠন পক্ষে তার কফিনে পুস্প স্তবক অর্পন করা হয়। দ্বিতীয় জানাজার নামাজ মোহাম্মদী হাউজিং সোসাইটির মসজিদে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শেষে মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডস্থ কবরস্থানে তার পিতা মরহুম পয়গামউদ্দিন আহমেদের কবরে তাকে সমাধিস্থ করা হয়। এ সময় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পুত্র তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ডমাস্টার জিয়ার দুই ভাই, দেশের দুই গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও রিফাত বিন সাত্তারসহ দাবা খেলোয়াড়, ফেডারেশন কর্মকর্তাসহ তার আত্মীয় স্বজন দাফনের সময় উপস্থিত ছিলেন।

আগামী ১২ জুলাই শুক্রবার বাদ জুম্মা গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মোহাম্মদী হাউজিং সোসাইটির ১০ নং রোডস্থ ৫ নং বাড়ীর লেবেল-৫ এ মরহুমের আত্মার মাগফেরাত কামনার জন্য দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাইকে দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নিয়ে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনার জন্য দেয়া করতে অনুরোধ করা হয়েছে।