হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে ফাহাদ

আন্তর্জাতিক

ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-২ টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান। পঞ্চম রাউন্ড শেষে ৪ ম্যাচে ২.৫ পয়েন্ট সংগ্রহ করেছেন।

আজ ১২ জানুয়ারি রোববার সকালে চতুর্থ রাউন্ডে ফাহাদ ভিয়েতনামের ফিদেমাস্টার দিন নো কিয়েতকে এবং বিকালে পঞ্চম রাউন্ডে ভারতের জানি কুশালকে পরাজিত করেন।

এর আগে দ্বিতীয় রাউন্ডে তিনি শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়েনানগে রানিনদু দিলশানের সাথে ড্র করেন। কিন্তু তৃতীয় রাউন্ডে ইন্দোনেশিয়ার আন্তর্জাতিকমাস্টার সেতিয়াকি আজারিয়া জোদির কাছে হেরে যান।

তবে প্রথম রাউন্ডের ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার পল জন গোমেজের সাথে খেলাটি স্থগিত রয়েছে।