
গ্র্যান্ডমাস্টার জনকে রুখে দিলেন ফাহাদ
ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-২ টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ষষ্ঠ রাউন্ড শেষে ৩.৫ পয়েন্ট পেয়েছেন।
আজ ১৩ জানুয়ারি সোমবার সকালে ষষ্ঠ রাউন্ডে ফাহাদ দক্ষিণ কোরিয়ার আন্তর্জাতিকমাস্টার লি জুনহাইয়কের সাথে ড্র করেন।
এদিকে প্রথম রাউন্ডের স্থগিত ম্যাচটিতে বিকেলে ফিলিপাইনের গ্র্যান্ডমাস্টার পল জন গোমেজের সাথে ড্র করেন।