
দুই গ্র্যান্ডমাস্টারকে জিততে দিলেন না ফাহাদ
ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-২ টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অষ্টম রাউন্ড শেষে ৪.৫ পয়েন্ট অর্জন করেছেন।
আজ ১৪ জানুয়ারি মঙ্গলবার সকালে সপ্তম রাউন্ডে ফাহাদ ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার ত্রান তুয়ান মিনের সাথে ড্র করেন। বিকালে অষ্টম রাউন্ডে ভিয়েতনামের গ্র্যান্ডমাস্টার নগুয়েন ভান হাইয়ের সাথে ড্র করেন।