
ভিয়েতনামে ফাহাদ পঞ্চম
ভিয়েতনামে হ্যানয় গ্র্যান্ডমাস্টার্স-২ টুর্নামেন্টে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৫ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে পঞ্চম হয়েছেন।
ফাহাদ ৯ ম্যাচে ২টি জয় পেয়েছেন। ড্র করেছেন ৬টি ম্যাচ। তবে ১টি ম্যাচ হেরে যান।
আজ ১৫ জানুয়ারি বুধবার নবম রাউন্ডে ফাহাদ স্বাগতিক ভিয়েতনামের আন্তর্জাতিকমাস্টার দাও খোয়াং দাইয়ের সাথে ড্র করেন।
টুর্নামেন্টে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়ানানগে রানিনদু দিলশান ৫.৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন।