জু‌নিয়রদের জন্য উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু

ক্লাব জাতীয়

খুব শীঘ্রই তারু‌ণ্যের উৎসব ন্যাশনাল ইয়ুথ চেস চ্যাম্পিয়ন‌শিপ বোর্ডে গড়াতে যাচ্ছে। এ উৎসবে যোগ দেবে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবও। এ জন্য জু‌নিয়র সদস্যদের প্রস্তু‌তির জন্য চমৎকার উদ্যোগ নিয়েছে ক্লাবটি। এ চ্যাম্পিয়নশিপ বোর্ডে গড়ানোর আগ পর্যন্ত তারা জুনিয়র সদস্যদের জন্য বিশেষ প্রশিক্ষণ অব্যাহত রাখবে।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব একা‌ডে‌মির উদ্যো‌গে শনিবার (১৮ জানুয়া‌রি) থে‌কে বি‌শেষ প্রশিক্ষণ কর্মসূ‌চি শুরু হ‌য়ে‌ছে। রে‌ডিয়াস ইন্টারন্যাশনাল স্কুলে (বা‌ড়ি # ১২, রোড # ১৯, সেক্টর # ১৩) এ প্রশিক্ষণ কর্মসূ‌চির উদ্বোধন ক‌রেন ক্লা‌বটির প্রতিষ্ঠাতা সভাপ‌তি ও বাংলা‌দেশ দাবা ফেডা‌রেশ‌নের কার্যনির্বাহী সদস্য রাহাত হো‌সেন। এসময় ক্লা‌বের সাধারণ সম্পাদক সা‌বেক জাতীয় দাবাড়ু মো. মঞ্জুর আলম, সদস্য আবুল হা‌শিম কো‌হেন, প্রশিক্ষক মো. শা‌কিল প্রমুখ উপ‌স্থিত ছি‌লেন।

বিশেষ এ প্রশিক্ষণ কর্মশালায় প্রতি‌টি খে‌লোয়া‌ড়ের শ‌ক্তি ও দুর্বলতা বি‌বেচনায় প্রত্যেক‌কে হা‌তে কল‌মে প্রশিক্ষণ দেয়া হ‌চ্ছে। প্রতি শুক্র ও শ‌নিবার বি‌কেল সা‌ড়ে তিনটা থে‌কে ক্লাস চল‌বে। সেই সঙ্গে হোয়াটস এপ গ্রু‌পের সহ‌যো‌গিতায় অনলাইনে প্রশিক্ষণ অব্যাহত থাক‌বে। তিন সপ্তা‌হের এ প্রশিক্ষ‌ণে অংশগ্রহণ কর‌ছেন ফারসাত হো‌সেন আয়ান, মো. আদিল আহনাফ নও‌রোজ, আফসান আহ‌লিয়াত কৃ‌ষ্টি, মো. ফয়সাল হো‌সেন, লা‌লিত্য ধারা প্রমুখ।