
এককভাবে শীর্ষে উঠে এলেন তাহসিন
এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে পঞ্চম রাউন্ড শেষে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৪.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন। তবে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট নিয়ে স্বাগতিক শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান ও ভিরাসেকারা দিশাল নিমসারার সাথে দ্বিতীয় স্থানে রয়েছেন। এছাড়া আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার সাকলাইন মোস্তাফা সাজিদ ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন ৩.৫ পয়েন্ট করে অর্জন করেছেন। তানভীর আলম ৩ পয়েন্ট ও অমিত বিক্রম রায় ২.৫ পয়েন্ট পেয়েছেন।
এদিকে নারী বিভাগে পঞ্চম রাউন্ড শেষে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার নারী আন্তর্জাতিকমাস্টার গুণবর্ধানা দেভিনদিয়া ওশিনির সাথে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন। এছাড়া নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ৩ পয়েন্ট ও নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ২.৫ পয়েন্ট পেয়েছেন।
আজ ১৪ মার্চ শুক্রবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় পঞ্চম রাউন্ডে ওপেন বিভাগে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া লঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়ানাগে পেসানদু রাশিমিথাকে, আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান নেপালের সিলওয়াল পুরুষত্তোমকে, আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় লঙ্কান শিবাথানুজানকে, ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন শ্রীলঙ্কার গালাপপাত্থি চিন্তাকা অনিরুদ্ধকে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তাফ সাজিদ শ্রীলঙ্কার সামারানায়ক পামুর মেথদিনুকে, তানভীর আলম শ্রীলঙ্কার আমারাথুনগা কোসালা সান্দিপা চামিকারাকে ও অমিত বিক্রম রায় শ্রীলঙ্কার সানভিরু দুলনিথকে পরাজিত করেন।
নারী বিভাগে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ শ্রীলঙ্কার নারী ক্যান্ডিডেটমাস্টার সানুদুললা দাহামদির সাথে ড্র করেন। নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ শ্রীলঙ্কার রানাসিঙ্গে লিহিনি হিমানসারকে পরাজিত করেন। কিন্তু নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম শ্রীলঙ্কার পাল্লিয়াগে সেথুমলি দেবহারার কাছে হেরে যান।