আবুল কাশেম আল শহীদ আর নেই

জাতীয়

আন্তর্জাতিক রেটেড খেলোয়াড় আবুল কাশেম আল শহীদ আর নেই। সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন না ফেরার দেশে। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা এবং বিভিন্ন দাবা লিগে অংশগ্রহণ করতেন।

আজ ১৪ মার্চ শুক্রবার সকাল ১১টায় চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম আল শহীদ ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত কিডনীসহ নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

আবুল কাশেম আল শহীদ -এর মৃত্যুতে চেসবিডি.কম পরিবার শোক প্রকাশ করেছেন। এছাড়া তার মৃত্যুতে বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটি, দাবা সংগঠকবৃন্দ, দাবা বিচারকবৃন্দ ও সকল দাবা খেলোয়াড়বৃন্দ গভীর শোক প্রকাশ করেছে । সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।