
তাহসিনের সঙ্গে ফের শীর্ষে নীড় ও ইমন
এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে সপ্তম রাউন্ড শেষে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়, ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন এবং স্বাগতিক শ্রীলঙ্কার লিয়ানাগে পেসান্দু রাশমিথা ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছেন।
এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪.৫ পয়েন্ট নিয়ে অপর চারজনের সঙ্গে তৃতীয় স্থানে রয়েছেন। অপরদিকে ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ৩.৫ পয়েন্ট, তানভীর আলম ৩ পয়েন্ট, অমিত বিক্রম রায় ২.৫ পয়েন্ট ও কাজী আফসান রওনক আনান ২.৫ পয়েন্ট অর্জন করেছেন।
আজ ১৬ মার্চ শ্রীলঙ্কার কলম্বোয় সপ্তম রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার জি এম এইচ তিলকরত্মেকে ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন শ্রীলঙ্কার ক্যান্ডিডেটমাস্টার অমরাসিঙ্গেকে পরাজিত করেন।
তবে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান পরস্পরের সঙ্গে ড্র করেন।
এছাড়া আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার লিয়ানাগে পেসান্দু রাশমিথার কাছে ও ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ শ্রীলঙ্কার ভিরাসেকারা দিশাল নিমসারার কাছে যান।
আগামীকাল ১৭ মার্চ সোমবার বিকেল ৩টায় ওপেন বিভাগের অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।