শীর্ষে ফিরলেন ওয়াদিফা

আন্তর্জাতিক জাতীয়

এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার নারী বিভাগে সপ্তম রাউন্ড শেষে ৫.৫ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে ফিরেছেন বাংলাদেশের নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ও স্বাগতিক শ্রীলঙ্কার রত্মানায়েকে দুলিনমা হেমালনি।

এদিকে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ, স্বাগতিক শ্রীলঙ্কার নারী আন্তর্জাতিকমাস্টার গুনাবর্ধনা দিভিদিয়া ওশিনি ও একই দেশের নারী ক্যান্ডিডেটমাস্টার নিউয়ানসা ইসানদি দ্বিতীয় স্থানে রয়েছেন।

অপরদিকে বাংলাদেশের নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ও আসিয়া সুলতানা ৩ পয়েন্ট করে পেয়েছেন।

আগামীকাল ১৭ মার্চ সোমবার বিকেল ৩টায় নারী বিভাগের অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।