এশিয়ান জোনাল থেকে তাহসিনের আরেকটি নর্ম

আন্তর্জাতিক জাতীয়

এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার ওপেন বিভাগে শিরোপা জয়ের অন্যতম দাবিদার ছিলেন প্রয়াত গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের ছেলে ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। শেষ পর্যন্ত রানারআপ হয়ে তুষ্ট থাকতে হয়েছে।

এ আসরে শিরোপা জিততে না পারলেও তাহসিন একটি আন্তর্জাতিকমাস্টারের নর্ম অর্জন করেছেন। এটি তার দ্বিতীয় নর্ম। এর আগে ২০২৩ সালে ঢাকায় এশিয়ান জোনাল থেকে প্রথম নর্ম অর্জন করেছিলেন।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় তাহসিন দারুণ আত্মপ্রত্যয়ের সঙ্গে লড়ছিলেন এশিয়ান জোনালে। একসময় শিরোপা জয়ের প্রায় কাছাকাছি চলে এসেছিলেন। কখনো এককভাবে ও কখনো যুগ্মভাবে শীর্ষে ছিলেন।

কিন্তু অস্টম রাউন্ডে স্বদেশী আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড়ের বিপক্ষে হেরে গিয়ে আর শিরোপা রেসে ফিরতে পারেননি।

আজ ১৮ মার্চ নবম তথা শেষ রাউন্ডে জিতে তাহসিন ৬.৫ পয়েন্ট সংগ্রহ করে শ্রীলঙ্কার আন্তর্জাতিকমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান, স্বদেশী আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনের সঙ্গে অবস্থান করছিলেন। টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে তাহসিন রানারআপ ও দিলশান তৃতীয় স্থান লাভ করেন।