
চ্যাম্পিয়ন হয়ে বিশ্বকাপে ওয়াদিফা
নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার নারী বিভাগে ৯ খেলায় ৭ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। এ শিরোপা জয়ের ফলে তিনি সরাসরি নারী আন্তর্জাতিকমাস্টারের খেতাব পাচ্ছেন এবং একই সঙ্গে আগামী জুলাই মাসে জর্জিয়ার বাতুমি শহরে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ ২০২৫ অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
উল্লেখ্য নারী বিভাগে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ ও স্বাগতিক শ্রীলঙ্কার নারী আন্তর্জাতিকমাস্টার গুনাবর্ধানা দিভিনদিয়া ওশিনি উভয়ে ৭ পয়েন্ট সংগ্রহ করায় টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে তাদের স্থান নির্ধারিত করা হয়। ওয়াদিফার প্রতিপক্ষে খেলোয়াড়দের গড় রেটিং বেশি থাকায় তিনি চ্যাম্পিয়ন হন।
শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় ওয়াদিফা শুরুতে হোঁচট খেয়ে শুরু করলেও দারুণ আত্মপ্রত্যয়ের সঙ্গে লড়ছিলেন এশিয়ান জোনালে। যার ফিনিসিংটা ছিল অসাধারণ।
এদিকে নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ ৫.৫ পয়েন্ট পেয়ে সপ্তম, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম ৪.৫ পয়েন্ট নিয়ে দ্বাদশ এবং আসিয়া সুলতানা ৩ পয়েন্ট সংগ্রহ করে ২৩ জনের মধ্যে ২২তম হয়েছেন।