এশিয়ান জোনালে বাংলাদেশের যত অর্জন

আন্তর্জাতিক জাতীয়

বিশ্বকাপ দাবা ও নারী বিশ্বকাপ দাবার বাছাইপর্বখ্যাত এশিয়ান জোনাল ৩.২ দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৮ মার্চ রাতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর রামাদা হোটেলে অনুষ্ঠিত হয়। এশিয়ান চেস ফেডারেশনের সহসভাপতি ভরত সিং চৌহান প্রধান অতিথি হয়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

ওপেন ও নারী উভয় বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক এবং ওপেন বিভাগে রৌপ্যপদকও অর্জন করে। মোট ৬টি পদকের মধ্যে বাংলাদেশ ২টি স্বর্ণ ও ১টি রৌপ্য এবং স্বাগতিক শ্রীলঙ্কা ২টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ লাভ করে।

বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় ওপেন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আগামী ৩১ অক্টোবর হতে ২৭ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠতিব্য বিশ্বকাপ দাবায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। শুধু তাই নয়, নীড় হলেন সবচেয়ে কম বয়সী বাংলাদেশী খেলোয়াড় যিনি ১৫ বছর বয়সে বিশ্বকাপ দাবায় খেলতে যাচ্ছেন। এর আগে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ১৬ বছর বয়সে ২০১৯ সালে বিশ্বকাপ দাবায় খেলেন।

এদিকে নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ এবারের নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়ে নারী আন্তর্জাতিকমাস্টার খেতাব পাচ্ছেন। ওয়াদিফা হচ্ছেন দেশের সবচেয়ে কম বয়সী নারী আন্তর্জাতিকমাস্টার খেতাবপ্রাপ্ত খেলোয়াড়। তিনি ১৭ বছর বয়সে এ খেতাব পাচ্ছেন। এর আগে শামীমা আক্তার লিজা ২২ বছর বয়সে ২০১১ সালে নারী আন্তর্জাতিকমাস্টার হয়েছিলেন।

ওপেন বিভাগ চ্যাম্পিয়ন আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় দেড় হাজার মার্কিন ডলার, রানারআপ ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া এক হাজার মার্কিন ডলার, চতুর্থ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তিন শত মর্কিন ডলার ও পঞ্চম ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন দুই শত মার্কিন ডলার এবং নারী বিভাগে চ্যাম্পিয়ন নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ এক হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার লাভ করেন।

ওপেন বিভাগে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ৪ জন আন্তর্জাতিকমাস্টার ও ৬ জন ফিদেমাস্টারসহ ৪০ জন এবং নারী বিভাগে বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কার ২ জন নারী আন্তর্জাতিকমাস্টার ও ২ জন নারী ফিদেমাস্টারসহ ২৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

রোল অব অনার [ওপেন বিভাগ]
সাল চ্যাম্পিয়ন রানারআপ
২০১১ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান : গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ
২০১৩ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান : গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার
২০১৫ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান : গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব
২০১৭ গ্র্যান্ডমাস্টার মোল্লা আবদুল্লাহ আল রাকিব : গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান
২০১৯ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান : গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার
২০২১ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান : গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব
২০২৩ আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান : ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া
২০২৫ আন্তর্জাতিকমাস্টার মনন রেজা নীড় : ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া

২০২১ সালে হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হয়।

রোল অব অনার [নারী বিভাগ]
সাল চ্যাম্পিয়ন রানারআপ

২০২১ নারী আন্তর্জাতিকমাস্টার এস ডি রানাসিংহে : নারী আন্তর্জাতিকমাস্টার শামীমা আক্তার লিজা
২০১৩ নারী আন্তর্জাতিকমাস্টার শামীমা আক্তার লিজা : নারী আন্তর্জাতিকমাস্টার এস ডি রানাসিংহে
২০১৫ নারী আন্তর্জাতিকমাস্টার শামীমা আক্তার লিজা : নারী আন্তর্জাতিকমাস্টার এস ডি রানাসিংহে
২০১৭ নারী আন্তর্জাতিকমাস্টার রানী হামিদ : নারী আন্তর্জাতিকমাস্টার শামীমা আক্তার লিজা
২০১৯ নারী আন্তর্জাতিকমাস্টার শারমিন সুলতানা শিরিন : নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম
২০২৩ নারী ফিদেমাস্টার জান্নাতুল ফেরদৌস : নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম
২০২৫ নারী ফিদেমাস্টার ওয়াদিফা আহমেদ : নারী আন্তর্জাতিকমাস্টার গুণাবর্ধানা দিভিনদিয়া ওশিনি

২০২১ অনুষ্ঠিত হয়নি।