গুজরাটে জিয়া ১৯, রাহী মাসুম ২৫০তম

আন্তর্জাতিক জাতীয়

গুজরাটে জিয়া ১৯তম, রাহী মাসুম ২৫০তম
স্পোর্টস ডেস্ক, চেসবিডি.কম
গুজরাট (ভারত), ১২ অক্টোবর ২০১৮

গুজরাট অান্তর্জাতিক ওপেন গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতা শেষে দেশি দাবাড়ুদের মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ১০ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ১৯তম হয়েছেন। তবে ৬.৫ পয়েন্ট পেয়ে ৪১তম হয়েছেন শেখ রাসেল চেস ক্লাবের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।

এদিকে ৬ পয়েন্ট সংগ্রহ করে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিন সাগর ৬৩তম ও তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ৭৯তম হয়েছেন।

অপরদিকে শেখ রাসেল চেস ক্লাবের ফিদেমাস্টার মেহেদি হাসান পরাগ ৫.৫ পয়েন্ট পেয়ে ৮৩তম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ ৫ পয়েন্ট নিয়ে ১২৫তম, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের তাহসিন তাজওয়ার জিয়া৪ পয়েন্ট সংগ্রহ করে ১৭৮তম এবং মো. রাহী মাসুম ১ পয়েন্ট নিয়ে ২৫০তম হয়েছেন।

আজ ১২ অক্টোবর শুক্রবার গুজরাটে দশম তথা শেষ রাউন্ডে জিয়া (2473) মহারাষ্ট্রের মহিলা ক্যান্ডিডেট মাস্টার মৃদুল দেহানকার (1996) কে, শাকিল (2247) তামিলনাড়ুর শ্রীনিবাস ভাললাঙ্কি (2011) কে, সাগর (2328) মহারাষ্ট্রের মাহিন্দ্রাকার ইন্দ্রজিত (2107) কে, পরাগ (2209) মহারাষ্ট্রের মূলায় প্রতীক (1983) কে, নাসির (2234) কেরালার কেশব কোঠারি (1706) কে পরাজিত করেন।

তবে সিয়াম (2180) ও তেলেগুনের ফিদেমাস্টার সাই অগ্নি জীবিতেশ (2362) এবং তাহসিন (1825) ও গুজরাটের রাজ্ ভ্যাস (1644) একে অপরের সাথে ড্র করেন। কিন্ত রাহী মাসুম (1548) মহারাষ্ট্রের ব্যাং অথর্বের (1606) কাছে হেরে যান।

উল্লেখ্য এ প্রতিযোগিতায় ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ক্রাভিৎসিভ মার্টিন (2654) ৮ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। গত ৫-১২ অক্টোবর গুজরাটের আহমেদাবাদের এ প্রতিযোগিতায় ১৬টি দেশের ২২৫জন অংশ নেন। এর মধ্যে গ্র্যান্ডমাস্টার ১৮ জন, মহিলা গ্র্যান্ডমাস্টার ৪জন, আন্তর্জাতিক মাস্টার ২৪জন, মহিলা অান্তর্জাতিক মাস্টার ৮জন, ফিদেমাস্টার ১২জন, মহিলা ফিদেমাস্টার ৫জন, ক্যান্ডিডেটমাস্টার ১০ জন ও মহিলা ক্যান্ডিডেটমাস্টর ৫জন ছিলেন।
চেসবিডি.কম/এমএ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *