থাইল্যান্ডে শাকিল-নীড়-নাইম তৃতীয়স্থানে

আন্তর্জাতিক

থাইল্যান্ডে ‘দ্বিতীয় চেস কেড নাখন নায়ক ইন্টারন্যাশনাল ওপেন টুর্নামেন্ট’র সপ্তম রাউন্ড শেষে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদেমাস্টার মনন রেজা নীড় ও ফিদে মাস্টার নাইম হক ৪.৫ পয়েন্ট সংগ্রহ করে ভারতের শ্রায়ন মজুমদারে সাথে তৃতীয়স্থানে রয়েছেন। তবে ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ৩.৫ পয়েন্ট পেয়েছেন।

স্থানীয় নাখন নায়ক ইনগটার্ন রিসোর্টে আজ ৮ এপ্রিল সকালে ষষ্ঠ রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় রাশিয়ার ফিদেমাস্টার চেরনিয়াভস্কি আলেকজান্ডারের সাথে ড্র করেন। আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল স্বাগতিক থাইল্যান্ডের ওয়াংসাওয়ান থিওটসাককে, ফিদেমাস্টার নাইম হক ভারতের এ আরাভকে এবং ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমান সুমন ফিলিপাইনের লাওরন পাওল জনেক পরাজিত করেন।

তবে বিকালে সপ্তম রাউন্ডে ফিদেমাস্টার মনন রেজা নীড় ভারতের শ্রায়ন মজুমদারের সাথে ও ফিদেমাস্টার নাইম হক আমেরিকার পাকাসপাক আর্থারের সাথে ড্র করেন। ফিদেমাস্টার তৈয়বুর রহমান সুমন থাইল্যান্ডের উয়িওয়াতানাদাতে পোমপংয়ের কাছে হেরে যান। আন্তর্জাতিকমাস্টার আবু সুফিয়ান শাকিল বাই পান।