শীর্ষে এবার মিনহাজ-শরীফ

আন্তর্জাতিক

মার্সেল আমন্ত্রণমূলক আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ড শেষে ৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ক্যান্ডিডেটমাস্টার মো. শরীফ হোসেন শীর্ষে উঠে এসেছেন।

এদিকে ৪.৫ পয়েন্ট নিয়ে ৭ জন দ্বিতীয়স্থানে রয়েছেন। তারা হলেন উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, বাংলাদেশ নৌবাহিনীর ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদেমাস্টার সেখ নাসির আহমেদ, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী, সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিন, শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ এবং সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের মো. শরীয়তউল্লাহ।

অপরদিকে ৪ পয়েন্ট নিয়ে ৭ জন তৃতীয়স্থানে রয়েছেন। তারা হলেন জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, একসেস চেস ক্লাবের মো. আবু হানিফ, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাবের ফিরোজ আহমেদ ও দীন মোহাম্মদ।

বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে আজ ২৪ এপ্রিল রোববার ষষ্ঠ রাউন্ডে আন্তর্জাতিকমাস্টার মিনহাজ ক্যান্ডিডেটমাস্টার নীড়কে, ক্যান্ডিডেটমাস্টার শরীফ ফিদেমাস্টার মাহফুজকে, ফিদেমাস্টার আমিনুল মো. নাসিম হোসেন ভূঁইয়াকে, ক্যান্ডিডেটমাস্টার জামাল জাবেদ আল আজাদকে, শরীয়তউল্লা ফিদেমাস্টার মোহাম্মদ জাভেদকে, অনত মো. মাসুম হোসেনকে, হানিফ নুরুল ইসলাম ইমনকে, ফিরোজ অভিক সরকারেকে ও দীন মোহাম্মদ মো. আরিফুল আমিনকে পরাজিত করেন।

তবে ফিদেমাস্টার সেখ নাসির শফিকের সাথে, মো. আবজিদ রহমান আব্দুল মোমিনের সাথে ও কাজী জারিন তাসনিম শওকত হোসেন পল্লবের সাথে ড্র করেন।

আগামীকাল ২৫ এপ্রিল সোমবার দুপুর ২টায় একই ভেন্যুতে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।